• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

পিরোজপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি / ৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল সদর উপজেলার বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং শহরের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. আলাউদ্দিন ভূইয়া জনি বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে তেল, চিনি, সেমাই, সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ও মুদিদোকান এবং শহরের হোটেল রেস্তোরাঁ তদারকি করা হয়।

এ সময় শহরের নিরব হোটেল এন্ড রেস্টুরেন্টকে পুরোনো খাবার সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. আলাউদ্দিন ভূইয়া জনি দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করেন।

পরে শহরের স্ট্রিট ফুড ভিলেজ রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে খাবারে অবৈধ অস্বাস্থ্যকর রং ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা এবং বাজার এলাকার পদ্মা মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনাকালে অবৈধ কাগজের ঠোঙা ব্যবহার করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সকলকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. আলাউদ্দিন ভূইয়া জনি বলেন, পিরোজপুরের বাজার এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/