• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

উপজেলা যুবদলের আহ্বায়ককে পেটাল নিজ দলের সমর্থকরা

প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কিশোরগঞ্জের মিটামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসাইন নৌশাদকে পিটিয়েছে তারই নিজ দলের সমর্থকরা। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্ট হাউসের নিচে চাঁদাবাজির অভিযোগ এনে তাকে মারধর করে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজিবের নেতৃত্বে ১০-১২ জন ।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে নৌশাদকে লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে টুটুল ও সজিবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত টুটুলের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে মারধর করার কথা স্বীকার করে তিনি বলেন, জ্বি জ্বি মারছি। আমার গোষ্ঠীর দাদা মোমেদ আলীর দোকান এক মাস আগে জোর করে বন্ধ করে দেয় নৌশাদ। দোকান চালু করতে হলে নৌশাদকে ১ লাখ টাকা ও প্রতি মাসে ভাড়া দিতে হবে বলে শর্ত দিয়েছে।

এদিকে মারধরের ঘটনার একটি ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনা। মোমেদ আলীর ছেলে আশিক বলেন, আমাদের দোকান এক মাস আগে বন্ধ করে দেয় নৌশাদ। আমরা ইউনিয়ন পরিষদকে ভাড়া দিতাম। কিন্তু উনি চাইছে, উনাকে ১০ হাজার টাকা করে ভাড়া দিতাম। আর জামানত বাবদ ১ লাখ টাকা দিতে হবে।

আমার ভাতিজা টুটুলকে বলছিলাম বিষয়টা শেষ করে দিতে। পরে টুটুলকে ভাড়ার জন্য চাপ দিতে থাকে নৌশাদ। পরে টুটুল নৌশাদকে জানায় গোষ্ঠী আছে, গোষ্ঠীকে জানিয়ে ভাড়াটা দেই। পরে আজকে এ ঘটনা ঘটে। আমি গণ্ডগোলে ছিলাম না।

ভুক্তভোগী মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক নৌশাদ শিকদার বলেন, আমি কিছুই জানি না, কী কারণে আমাকে অতর্কিতভাবে হামলা করে মারধর করল। আমি কারও কাছ থেকে কোনো চাঁদা দাবি করি নাই। আমি জানিই না কিছু। ধারণা করছি প্রতিহিংসা থেকে আমার ওপর হামলা হয়েছে । আমি অসুস্থ এ জন্য থানায় যেতে পারতেছি না।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, এ ঘটনা তীব্র নিন্দা জানাই। ঘটনার সেঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের দল থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, আমি কিছুই শুনিনি। কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/