নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে এক কোটি আটাত্তর লাখ পঁচিশ হাজার সাঁইত্রিশ টাকা আত্মসাতের অভিযোগে জেলা সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ শেখ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, গত ২৭ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের দুটি অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় মামলাটি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এখনও কেউ দায়িত্ব পাননি।
মামলার আসামিরা হলেন, পিরোজপুর জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট (গাইনী) ও ২০২৩-২৪ অর্থবছরের ওষুধ এবং এমএসআর সামগ্রী সংক্রান্ত সার্ভে কমিটির সভাপতি ডা. ফারহানা রহমান, পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সার্ভে কমিটির সদস্য সচিব ডা. মো. নিজাম উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও সার্ভে কমিটির সদস্য সুরঞ্জিত কুমার সাহা, জেলা হাসপাতালের স্টোরকিপার মো. আল আমিন গাজী, ওষুধ সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশনের প্রোপাইটর এসএম শামসুল আরেফিন, উইড্রা বিডির প্রোপাইটর মো. হানিফুল ইসলাম, আনহা মেডিকেল টেকনোলজির প্রোপাইটর মো. জহীরুল ইসলাম, মেডি স্কয়ারের মালিক রাশেদুজ্জামান (এরশাদ)।
মামলার বিবরণে জানা যায়, সরবরাহকৃত ওষুধ ও এমএসআর সরবরাহকারী ৪টি প্রতিষ্ঠান পিরোজপুর জেলা হাসপাতালের অনুকূলে ২০২৩-২০২৪ অর্থ বছরে ওষুধ ও এমএসআর (চিকিৎসা ও শল্য চিকিৎসা সামগ্রী) সরবারাহের জন্য চুক্তিবদ্ধ ছিলেন।
এ সরবরাহের কার্যাদেশ প্রাপ্ত চারটি প্রতিষ্ঠান ও সামগ্রী সরবরাহের অনুকূলে হাসপাতালের সার্ভে কমিটি সভাপতিসহ দুই সদস্য এক কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭ টাকার ওষুধ ও সামগ্রী বুঝে নিয়ে উল্লেখিত অর্থ পরিশোধ করেন।
কিন্তু গত ২৭ জানুয়ারি দুদকের অভিযান পরিচালনার সময় হাসপাতালের স্টক রেজিস্ট্রার ও ওষুধ এবং এমএসআর সামগ্রী বাস্তব পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করা হয়।
এসময় ২০২৩-২০২৪ অর্থ বছরে উক্ত সরবরাহ করা ওষুধ ও এমএসআর সামগ্রী স্টক রেজিস্ট্রানে অন্তর্ভুক্ত করা থাকলেও প্রকৃতপক্ষে তা স্টোরে পাওয়া যায়নি।
গত ২৭ জানুয়ারি দুদকের অভিযানে এ তথ্য প্রাপ্তির পর গত ২ ফেব্রুয়ারি উক্ত ঘাটতি পূরণের জন্য আসামিরা তা সমন্বয়ের উদ্দেশ্যে একটি ট্রাকে ওষুধ এনে তা স্টোরে মজুদের অপচেষ্টা করেন।
দুদক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত ওষুধ ট্রাকসহ জব্দ করেন। এসব অপরাধের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে দুদক মামলাটি দায়ের করে বলে মামলার বিবরণে জানা যায়।
মামলার বিবরণে আরও জানা যায়, পরবর্তী তদন্তের সময় এজাহারে বর্ণিত অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে রুজুকৃত মামলায় তাদের আসামি করা হবে।
এ ব্যাপারে পিরোজপুরের সিভিল সার্জন মিজানুর রহমানের মোবাইল ফোনে বলেন, মামলার বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। তবে তিনি বলেন মামলার তদন্তে আসল বিষয় উঠে আসবে।
https://slotbet.online/