• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ধরা রক্ষায় সচেতনতামূলক প্রচারণা

প্রতিনিধি / ৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ‘প্লাস্টিক-পলিথিন বর্জন করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি, প্লাস্টিক-পলিথিন ব্যবহার করব না, পৃথিবীকে ধ্বংস করব না, প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি, পরিবেশ ধ্বংসে আমাদের দায়, এগিয়ে আসবো এ ধরা রক্ষায় ‘ এমন স্লোগান নিয়ে প্লাস্টিক-পলিথিন বর্জন করে ধরা রক্ষায় ভিন্নধর্মী আয়োজন করা হয়।
পাথরঘাটা পৌর শহরে প্লাস্টিক ও পলিথিন বর্জনে সচেতনতা করার লক্ষে জলবায়ু যোদ্ধা ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন মাথায় ‘ধরা’ লিখে এক পাশে প্লাস্টিক ও পলিথিন গায়ে দিয়ে বর্জন করি অপর পাশে কাপড়ের ব্যাগ এবং সবুজ গাছের পাতা দিয়ে গ্রহণ করি লিখে পাথরঘাটা পৌর শহরে প্রদর্শন করেন, এছাড়াও হাতে বাঁশের তৈরি ঝুরি (খারই)এ লেখা ‘হাডে যামু খারই লইয়া, পলিথিনে আর আনমুনা’ এ স্লোগান দিতে দেখা যায়।
অ্যাকশনেএইডের সহযোগিতায় এনএসএস’র আয়োজনে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে পাথরঘাটা পৌর শহরে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন করা হয়।
এ সময় অংশগ্রহণ করেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সদস্যবৃন্দ।
‎পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা সৈকত চদ্র হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সাদিয়া তুলি, জলবায়ুযোদ্ধাখ্যাত উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহেদী সিকদার, পাথরঘাটা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, মো. লিমন বিশ্বাস, নিধি চাকমা, রুমা বেগম প্রমুখ।
শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তন এবং প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের কুফল জানলেও এ প্রতিকার বা পরিহার করতে আগ্রহ দেখা যায় না, এমনকি পলিথিন তৈরি কারখানাও বন্ধে সরকারের কোন‌ পদক্ষেপ দেখা যায় না।
তাই মানুষ কে সচেতন করতে একটু ভিন্নধর্মী প্রচারণা করেছি, মানুষকে বুঝানোর চেষ্টা করেছি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/