• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ভোটে অপরাধ কর্মকাণ্ড হতে দেওয়া হবে না : সিইসি

প্রতিনিধি / ৫০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সবার প্রতি নির্দেশ সুন্দর একটা নির্বাচন। ভোট কেন্দ্রে বাধাপ্রধান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না। এ সমস্ত অপরাধ কর্মকাণ্ড কোন ক্রমেই হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ.ম.ম নাছির উদ্দীন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিইসির ব্যক্তিগত সফরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত মাষ্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিতর আন্দোলন। আপনার জমিটা যেভাবে পাহারা দেন।

নিজের ভোটটিও একইভাবে পাহারা দিবেন। প্রয়োজনে কেন্দ্রেও পাহারা দিতে হবে। যাতে নির্বাচন সুন্দর হয় এবং ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে পারি। এ উৎসবে দেশপ্রেমিক,সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সকল সমস্যা সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১ টায় কুতুবদিয়ার সদর বড়ঘোপে উত্তর মগডেইল নিজবাড়িতে পৌঁছেন নাছির উদ্দীন। সেখানে পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভুমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেস ক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রামস্থ ইসলামিয়া তাহফিজুল কুরাআন একাডেমির পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারীসহ প্রমুখ। পরে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবর যিয়ারত করে তিনি বিকেলে ঢাকার উদ্দেশ্যে কুতুবদিয়া ত্যাগ করেন সিইসি নাছির উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/