• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বাউফলে যাত্রীবাহী বাসে অভিযান, ১৪মন জাটকা জব্দ

প্রতিনিধি / ৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন নামের তিনটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের কালাইয়া বাউফল সড়কে টিএনটি অফিসের সামনে এই অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তবে জাটকা জব্দ করা হলেও বাস কোম্পানিকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করা হয়নি।

এই রুটের যাত্রীরা জানায়, পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলা থেকে চেয়ারম্যান, কিংস, অন্তরা, মুন, ডলফিন ও বাউফল এক্সপ্রেস নামের ৬টি পরিবহন বাস নিয়মিত রাজধানী ঢাকায় যাতায়াত করে।

রাতের চলাচল করা বাসগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ নেয়া হয়। যাতে গন্ধ ছড়িয়ে অতিষ্ঠ হয় যাত্রীরা। তবে প্রতিবাদ করেও সমাধান মেলেনি দীর্ঘদিন।এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফুটে উঠেছে।

এরআগেও মাছ পরিবহন করা দায়ে বাস কোম্পানিকে সতর্ক করেছে প্রশাসন। একাধিকবার জরিমানাও করা হয়েছে এসব বাসের মালিকানা সংশ্লিষ্ট ব্যক্তিদের। তবুও কাউকে তোয়াক্কা না করে প্রতিনিয়ত মাছ পরিবহন করছে বাসগুলো।

এ বিষয়ে বাউফলের সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি গলাচিপা থেকে ছেড়ে আসা চারটি বাসে ৫/৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ ঢাকায় পাঁচার হচ্ছে। পরে অভিযানে তিনটি বাস আটক করতে সক্ষম হয়েছি।

অভিযানে প্রায় ১৪টি ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়। আনুমানিক ১৪মন হবে বলে প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি। রাতেই আটককৃত জাটকা গুলো বিভিন্ন এতিম থানা ও হাফেজী মাদ্রাসায় বিতরন করা হয়েছে। আজকেই প্রথম এসব বাস আটক হয়েছে, তাই তাদের শুধুই সতর্ক করা হয়েছে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ হলে উপজেলা ও জেলা প্রশাসনের সাথে আলোচনা করে পরিবহন গুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/