• বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

রাস্তার জায়গা নিয়ে আ.লীগ-বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিনিধি / ৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহীর পুঠিয়ায় রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মাণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল পোড়ানোসহ এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েক মাস আগে পুঠিয়ার ফুলবাড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আওয়ামী লীগ সমর্থক জাহাঙ্গীর আলম (৩৫) রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মাণ করেন।

বাড়ি নির্মাণ করার সময় স্থানীয় জনসাধারণ রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর কারও কথা না শুনে বাড়ি নির্মাণ করেন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন।

এদিকে সোমবার সকালে তার প্রতিবেশী মৃত আফসার উদ্দিনের ছেলে বিএনপির সমর্থক সাইফুল ইসলামের (৩২) সঙ্গে রাস্তার বিষয় নিয়ে জাহাঙ্গীরের ভাই জুয়েলের (৩৩) কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে সাইফুলের মাথা ফেটে রক্তাক্ত ও জখম হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থলে পুঠিয়া থানায় পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা নিযন্ত্রণে আসে। পরে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় জনসাধারণ পুনরায় বাড়িটি ভাঙচুর করে ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

পুঠিয়া থানার ওসি কবীর হোসেন বলেন, বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত দুপক্ষের কারও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/