নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সভাপতির রাকিবুল হাছান রনি পদত্যাগ করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ব্যক্তিগত কারণ দেখিয়ে ত্রিশাল পৌর শাখার সভাপতি রকিবুল হাসান রনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠান।
প্রেস রিলিজে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ্য করে পৌর ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতিসহ ভবিষ্যতে আর কোনো সাংগঠনিক কার্যক্রমে না জড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
পৌর ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান রনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে এই সংগঠন থেকে আমি পদত্যাগ করেছি। পদত্যাগ পত্র ডাকযোগে প্রেরণ করেছি। ভবিষ্যতে এই সংগঠনের কোনো কার্যক্রমে আমি জড়াবো না। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ নই।
২০২৩ সালের ৬ ডিসেম্বর জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল আমিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমরান হাছান অলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি রকিবুল হাসান রনি ও সাধারণ সম্পাদক হিসেবে সোহানের নাম ঘোষণা করে ত্রিশাল পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গত ২৪ অক্টোবর রাকিবুল রনিকে আটক করে পুলিশ। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতে পাঠানো হয় তাকে। পরে গত ৪ নভেম্বর আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে ত্রিশাল পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাছান গতকাল এ পদত্যাগের ঘোষণা দেন।
https://slotbet.online/