নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরি ও এর গুণাগুণসহ পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরগুনার তালতলীতে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তালতলী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলাটির আয়োজন করেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও সহযোগিতা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু পিকেএস এফ এর ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর এ কে এম জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, সি এম এসপির সহকারি পরিচালক রাশিদুল রেজা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ মেলার মূল উদ্দেশ্য হলো শিশুর খাদ্যের পাশাপাশি সব বয়সের মানুষের মধ্যে পুষ্টি সমৃদ্ধ করা। পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কেও মেলায় আগত শিশুদের মায়েদের উপস্থিত ধারণা দেওয়া হয়। মেলায় পুষ্টিকর খাবারের প্রদর্শনী করা হয়।
মুলত পুষ্টি জ্ঞান সম্পর্কে সম্মুখ ধারণা, পুষ্টি বিষয়ক দক্ষতা ও সচেতনতা সৃষ্টির জন্যই এ পুষ্টি মেলার আয়োজন। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে পুষ্টির জ্ঞান সম্পন্ন কমিউনিটি গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।
https://slotbet.online/