• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

এবার আমুর ঝালকাঠির বাসভবন ভাঙচুর

প্রতিনিধি / ৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমুর পোড়া ও পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগে, বুধবার রাত ২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোডের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করে। রাত ৩টার দিকে ভাঙচুর শেষে বাড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শিল্পকলা অ্যাকাডেমির সামনে সাবেক এমপি আমির হোসেন আমুর নামে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে তার পোড়া বাসভবনে এসে ভাঙচুর শুরু করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর আমুর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওই বাড়ি থেকে পোড়া-অক্ষত মিলিয়ে প্রায় চার কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, জুলাই গণহত্যার বিচার দাবিতে আমরা এই আন্দোলন করতে আছি। এ বিষয়ে সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আমরা এখনও কিছু জানতে পারিনি, বিষয়টি খোঁজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/