• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

একদিন সবাইকে বিদায় নিতে হবে : সারজিস

প্রতিনিধি / ৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই। সবাইকে একদিন বিদায় নিতে হবে। একটা সময় কয়েক গজ সাদা কাপড়ে মাটির নিচেই যেতে হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার রাখলদেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে দাদার জানাজায় গিয়ে এ কথা বলেন তিনি।

সারজিস বলেন, আমাদের সমাজে মানুষ মারা যাওয়ার পর কিছু রীতিনীতি পালন হয়ে থাকে। আমি সে বিষয়ে পরিবারের সবার সঙ্গে কথা বলে দেশের বড় বড় আলেমদের সঙ্গে যোগাযোগ করেছি।

তারা বলেছেন, নবীর আমল থেকে ৩ দিন, ১০ দিন বা ৪০ দিন পর দোয়ার দাওয়াতের কোনো নিয়ম বা সংস্কৃতি ছিল না। এতে লাভের কোনো দিক নেই, বরং গুনাহের উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে। আমরা মনে করি, আমাদের দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাই আমরা এমন কিছু করব না, যা ইসলামের রীতিনীতি ছিল না।

জানাজায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সারজিসের পরিবারের সদস্যসহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/