• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

আ.লীগ-ছাত্রলীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি / ৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নগরের বিভিন্ন থানায় ২৪ ঘণ্টায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আসামিরা হলেন ইপিজেড থানার আসামি মামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬), চকবাজার থানার আসামি মো. আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ডবলমুরিং মডেল থানার আসামি ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এসএম নাজমুল আলম শুভ (৩১), মো. আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), সদরঘাট থানার আসামি মো. ইশতিয়াক মুন্না (৩৫), মো. ইলিয়াছ (৫১), মো. মজনু (৫৩), রাজীব দে (৩৮), চান্দগাঁও থানার আসামি আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), খুলশী থানার আসামি মো. শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান (হিরা) (৫৩), মো. মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), বন্দর থানার আসামি মো. ফরহাদ (২৮), শাহাদাত হোসেন রুমান (৩০), কোতোয়ালী থানার আসামি জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ ২ নম্বর ইউনিটের প্রচার সম্পাদক মো. জহির উদ্দিন (৪৭), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক আবির সেন (৩০), চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক অনিক সেনগুপ্ত (৩০), চট্টগ্রাম স্টেশন রোড হকার্স লীগের সভাপতি মো. কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), মো. ইকবাল হোসেন (৩৪), পাহাড়তলী থানার আসামি মো. রাজু (৩০), বাকলিয়া থানার আাসামি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওয়াব আলী (৫৫), ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. সেলিম (৫৫), ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওবায়েদ (৩৪), মো. আলমগীর (৩৪), মো. হাসান (৩৫), কর্ণফুলী থানার আসামি চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ আলী (৩৯), পতেঙ্গা মডেল থানার মো. সোহাগ (৩৪) ও সাইফুল ইসলাম (৩০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলার ৪২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/