• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ইজতেমায় যৌতুকবিহীন গণবিয়ে আজ

প্রতিনিধি / ৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান যৌতুকবিহীন গণবিয়ের বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেলে গণবিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তালিকা পেলে বলা যাবে কত জোড়া দম্পতি বিয়েতে অংশগ্রহণ করবেন। গত বছর শতাধিক দম্পতির বিয়ে পড়ানো হয়েছিল।

তিনি আরও বলেন, শনিবার বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেব বয়ান করছেন। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা উবায়দুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়।

বিশেষ দুটি প্রোগ্রামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশে বয়ান করবেন। ভারতের মাওলানা আকবর শরিফ তলাবাদের (মাদ্রাসার ছাত্রদের) জন্য নামাজের মিম্বরে বয়ান করবেন।

বাদ জোহর ভারতের মাওলানা ইসমাঈল গোদরা, বাদ আসর ভারতের মাওলানা জুবায়ের বয়ান করবেন। এরপর যৌতুকবিহীন বিয়ে থাকলে পড়ানো হবে। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দিবেন মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব।

এরপর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জোবায়ের। ইজতেমায় অংশ নিতে বিভিন্ন দেশের বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন। তারা তাদের জন্য নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত, বন্দেগিতে দিন পার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/