• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

পিরোজপুর হাসপাতালে পৌনে ২ কোটি টাকার ওষুধ সরবরাহে অনিয়ম পেল দুদক

প্রতিনিধি / ৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে একশ শয্যা হাসপাতালে জেলা দুর্নীতি দমন কমিশনের এক ঝটিকা অভিযানে দিনভর নানা অনিয়ম ও তদন্তে ঘাপলাসহ বেশ কিছু তথ্যে গরমিল বেরিয়ে এসেছে।

রোববার হাসপাতালে অভিযান পরিচালনা করার সময় জেলা দুর্নীতি দমন কমিশন দুদকের সদস্যরা এসব তথ্য গণমাধ্যম কর্মীদের কাছে প্রকাশ করেছেন।

এ সময় অভিযানে রোগীদের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয় পরীক্ষার জন্য দালালদের দৌরাত্ম্যসহ প্রায় পৌনে দুই কোটি টাকার ওষুধের হিসাবে গরমিল, হাসপাতালের রান্না ঘরে অনিয়ম, রোগীদের খাবারে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রমাণও পেয়েছেন দুদক কর্মকর্তারা।

হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, অভিযানকালে হাসপাতালের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে শিশু বিভাগের রেজিস্টারে ওষুধ সরবরাহের কথা থাকলেও বাস্তবে সেখানে কোনো ওষুধ সরবরাহ করা হয় নাই।

তেমনি মেডিসিন স্টোর (গুদাম) রুমে অভিযান চালানোর সময় কাগজ কলমে ঠিকাদার কর্তৃক সব ওষুধ সরবরাহের কথা থাকলেও ‘কাজির গরু কাগজে আছে-গোয়ালে নেই’ এর অবস্থার মতো। ফলে তদন্তে এ সময় প্রায় ১ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার টাকার ওষুধের কোনো হদিস পাওয়া যায়নি।

এ সময় স্টোরকিপার আল আমিন দুদক কর্মকর্তাদের জানান, ঠিকাদার প্রতিষ্ঠান সাউথ বাংলা করপোরেশন ঠিকমতো ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হলে সমপরিমাণ অর্থের তিনটি তারিখবিহীন চেক সিভিল সার্জন বরাবরে জমা দিয়েছে।

সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, ওষুধ, খাবারের মান ও টেন্ডারের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানের শুরুতেই দুদক টিম হাসপাতালে প্রবেশকালে ভিতর থেকে ২ দালালকে আটক করে দুদক। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) রিয়াজ মাহামুদ আটক দুজনের সংশ্লিটতার সত্যতা পাওয়ায় প্রত্যেককে ১৫ দিনের জেল ও ১০০ টাকা করে জরিমানা করে জেলহাজতে প্রেরণ করেন।

আটককৃতরা হলো- মো. রাহাত রব্বানী (২৪) এবং রাজিব মণ্ডল (২০)। তার দুজনেই স্থানীয় শেফা ডায়াগনস্টিক ক্লিনিকের কর্মী বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/