• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বাউফলে ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন

প্রতিনিধি / ৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে ট্রাক স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবু তাহের নামের একজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সারে ৬টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ধানহাট এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কালাইয়া বন্দর ধানহাট ট্রাক স্ট্যান্ড উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সমর্থক উজ্জ্বলের দখলে ছিল। গত দুইদিন আগে এই স্ট্যান্ড দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজমের সমর্থক আবু তাহের দখল নেয়।

রোববার ফের স্ট্যান্ড দখলের চেষ্টা চালায় অপরপক্ষের সমর্থকরা। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আলী আজমের অনুসারী আবু তাহের ও সোহরাব প্যাদা আহত হয়। আহত আবু তাহেরের ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হওয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

ভুক্তভোগী আহত আবু তাহের বলেন, আমরা ট্রাক স্ট্যান্ডে বসা ছিলাম। এ সময় গিয়াসের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্ত গাজী গিয়াস উদ্দিন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

আমি সারাদিন ধুলিয়া ইউনিয়নে ছিলাম, সন্ধ্যার পর কালাইয়া আসছি। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/