• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

পিরোজপুরে চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল একজনের

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শনিবার রাত ৩টায় উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ওই গ্রামের মৃত দৌলাত শাহের ছেলে। রবিবার নিহতের লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ভান্ডারিয়া থানা পুলিশ।

নিহতের স্ত্রী শাহানুর বেগম দাবি করেন, শনিবার রাত ১১টায় সেলিমকে কিছুলোক বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি। সকালে শুনতে পাই, গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে সেলিমকে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত আড়াইটায় পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজের বাড়িতে সিদ কেটে দুই চোর ঢুকে। চোরের দল নগদ ৩০ হাজার টাকা, দুটি সোনার চেইন ও একটি রূপার চেইন নিয়ে যায়। এসময় শহিদুলের ছেলে মোহাম্মদ আলী মান্না বুঝতে পেরে, তাদের ধরতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায় চোরের দল।

পরে স্থানীয়রা টের পেয়ে একে অন্যজনকে খবর দেন। পরে গ্রামের লোকজন এগিয়ে এসে দুই চোরকে ধাওয়া করে। এ সময় সেলিম স্থানীয়দের হাতে আটক হন এবং সঙ্গে থাকা অন্য চোর এমাদুল হোসেন মালামাল নিয়ে পালিয়ে যান। পরে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসি সেলিমকে সড়কে ফেলে বেধড়ক পিটুনি দিলে রাত তিনটার দিকে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ভান্ডারিয়া থানার ওসি আহম্মদ আনওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/