কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীত বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে কোটালীপাড়া উপজেলার কয়েকটি বাড়ীতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়।
গত শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে ওই ভিডিওতে দাবী করা হয়।
শীতবস্ত্র বিতরণের ওই ভিডিও শামীম দাড়িয়া, জেলা ছাত্রলীগের নিউটন মোল্লা তাদের ফেসবুকে পোষ্ট করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ছাত্রলীগের এক নেতা তার বক্তব্যে দাবী করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভিডিওতে শেখ হাসিনা ও শামীম দাড়িয়ার জন্য দোয়া চাওয়া হয়। তবে শামীম দাড়িয়ার উদ্যোগে কোটালীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হলেও তাকে কোটালীপাড়া উপজেলায় দেখা যাচ্ছে না। শামীম দাড়িয়াসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীরা ৫ আগস্টের পর কিছু দিন এলাকায় থাকলেও আইনশৃংখলা বাহিনীর ধরপাকড় শুরু হলে তারা আত্মগোপনে চলে যায়।
শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর এ উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা ব্যাপক আন্দোলন শুরু করে। তখন তারা কাফনের কাপড় মাথায় বেঁধে ঘোষণা করেছিলেন,শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কোন নেতা-কর্মী ঘরে ফিরবেন না। কিন্তু এর কিছু দিন পরে দলীয় নেতা-কর্মী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
গত ১৭ বছর বছর ধরে কোটালীপাড়া উপজেলা আওয়া লীগ কার্যালয় ও উপজেলা সদর ঘিরে দলীয় নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত থাকলেও এখন সেখানে সুনসান নিরবতা।কার্যালয়ে ঝুলছে তালা।
https://slotbet.online/