• শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

প্রতিনিধি / ৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, পূর্বে বিভিন্ন উপজেলায় যে সকল পিআইও কর্মরত ছিলেন তাদের পরিবর্তন করা হয়েছে। ওই সকল স্থানে যারা যোগদান করেছেন তাদের কাছে গত তিন বছরে কি কাজ হয়েছে তার ফিরিস্তি চাওয়া হয়েছে।

তার একটা ডেটাবেইজ হচ্ছে মন্ত্রণালয়ে। এবার যে বরাদ্দ হয়েছে তা যথাযথভাবে যাতে করতে পারে এ জন্য দিক নির্দেশনা দেয়া হয়েছে। যে সকল উন্নয়ন কাজ অধিকতর জনসম্পৃক্ত জনগণের কল্যাণে প্রয়োজন সেই কাজগুলো অগ্রাধিকার হিসেবে গ্রহণ করে। সে ক্ষেত্রে আরো বরাদ্দের প্রয়োজন হলে জবাবদিহিতার আলোকে তার মূল্যায়ন করা হবে।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগের সকল জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, টি আর, কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্যসহ এই মন্ত্রণালয়ের অধীনে নানা প্রকল্পে আগে কি ধরণের কাজ হয়েছে সেগুলো ক্ষতিয়ে দেখা হবে।

সেজন্য সকল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের বদলি করা হয়েছে। পাশাপাশি জবাবদিহিতার জন্য আগের কর্মস্থলের তিন বছরের কাজের তালিকা সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সৃষ্টির পেছনে বহু মুক্তিযোদ্ধার হাত রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে এটা হয়েছে।

এগুলোর জন্য মুক্তিযোদ্ধা সংসদকেও সক্রিয় হওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে এমন একটা উদ্যোগের মধ্যে যাচ্ছি যে, যারা অমুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো।

উপদেষ্টা বলেন, নতুন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনঃগঠন করা হয়েছে। তাদের যেটা মুক্তিযোদ্ধা সংসদ ও আইন যা ছিল তা পরিবর্তনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে আমরা সেগুলো কার্যকর করব।

আমরা একটা অপশন রাখছিলাম, তবে সেটা এখনো ঘোষণা করি নাই। যারা স্বেচ্ছায় চলে যেতে চায় তারা যেন এ সুযোগটা গ্রহণ করে। অনেকে আমাদের কাছে চেয়েছে।

মুক্তিযোদ্ধাদের কাছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে এখানে তালিকাভুক্ত হওয়ার জন্য। ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে যারা সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বিভাগের সকল জেলার কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/