নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকিতে বরিশাল-পাগলা-দুমকি-বাউফল মহাসড়কের দুই পাশের জায়গা দখল করে একশ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ড- পরিচালনা করে আসছেন।
এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ব্যস্ততম এ সড়কের মাঝখানে ট্রাক থামিয়ে ঘণ্টার পর ঘণ্টা মালামাল ওঠানামা করা প্রায় নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সরেজমিনে সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা যায়, বরিশাল-পাগলা-দুমকি-বাউফল মহাসড়কের দুই পাশের জায়গা দখল করে গাছ ব্যবসায়ীদের গাছ, কাঠ; ফরিয়াদের তুষ, কুঁড়া, ধান; নির্মাণসামগ্রী ব্যবসায়ীদের রড, সিমেন্ট, ইট; ডিলারের গুদামে মালামাল সংরক্ষণের কাজ চলছে।
এ ছাড়া চেরাই কাঠ ব্যবসায়ীদের সাজানো কাঠ এবং করাতকলের সামনের সড়কের উভয় পাশে বিক্রির উদ্দেশে থরে থরে সাজানো গাছ রাখা হয়েছে।
বিশেষ করে বিশ্ববিদ্যালয় স্কয়ার, নতুন বাজার, থানাব্রিজ, রাজাখালী বাজার, তালতলী বাজার, বোর্ড অফিস বাজার ও চরগরবদি ফেরিঘাট এলাকার কোনো জমি এখন আর খালি নেই।
বিভিন্ন সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসনকে হাত করে সওজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সড়কের পাশের সরকারি জমি বেদখল করে দিনের পর দিন এসব অবৈধ কর্মকাণ্ড চলছে।
স্থানীয় বাসিন্দা মো. জিহাদ বলেন, রাস্তায় ট্রাক থামিয়ে গাছ ওঠানো হয়, তার জন্য আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। আমাদের একদিকে সময় নষ্ট হয়, অন্যদিকে আমাদের রাস্তায় দুর্ঘটনার মুখোমুখি হতে হয়।
পথচারী হৃদয় দাস বলেন, সড়কের পাশে ট্রাক থামিয়ে রাখার কারণে আমাদের চলাচল অসুবিধা হয়। শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া-আসা করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা ও পথচারী অভি রায় বলেন, ‘এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। পাশে একটি ইউনিভার্সিটি আছে। রাস্তার দুই পাশে গাছ রাখার কারণে মানুষ চলাচল করতে পারে না। কিছুদিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছে। ট্রাক থামিয়ে গাছ ওঠানো-নামানো হয়।’ এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের ইউনিভার্সিটির সামনের সড়কটি খুবই সরু। এখানে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকার কারণে সবাই এই সড়ক দিয়ে যাতায়াত করে।
রাস্তার পাশে ট্রাক থামিয়ে গাছ ওঠানো হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
এ ব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ বলেন, রাস্তার দুই পাশে অনেকের গাছের ব্যবসা রয়েছে। তারা প্রায়ই ট্রাক থামিয়ে গাছ ওঠানামা করে।
আমরা খুব দ্রুতই ব্যবস্থা নেব, যাতে ট্রাকগুলো পাশের কোনো মাঠে নামিয়ে লোড আনলোড করে। রাস্তা দখল করে লোড-আনলোড করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জড়িতদের শাস্তি দেওয়া হবে।
https://slotbet.online/