• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

পুলিশ হেফাজত থেকে পালানো ওসি শাহ আলম ‘সম্ভবত ভারতে’

প্রতিনিধি / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুষ্টিয়া থেকে গ্রেফতার করে ঢাকায় আনার পর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলম ভারতে চলে গেছেন বলে ধারণা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর।

তিনি বলেন, ‘ওই পালানো ওসিকে এখনও ধরা সম্ভব হয়নি। যথাসম্ভব তিনি ইন্ডিয়া বা পাশের দেশে পালিয়ে গেছেন। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ডিএমপি সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাবেক ওসি শাহ আলমকে আবারও গ্রেফতার করতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছিল। তবে তাকে ধরা এখনো ধরা সম্ভব হয়নি। ওসি পালানোর বিষয়ে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন, ‘পালানো ওসি শাহ আলমকে পুলিশ ছেড়ে দেয়নি।

দেওয়ার প্রশ্নই আসে না। তাকে যদি পুলিশ ছাড়বেই, তবে কুষ্টিয়াতেই ছেড়ে দিত। ঢাকায় আনার পর ছাড়ত না। আমরা তাকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ধারণা করা হচ্ছে, সে হয়তো এ দেশে আর নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে গত ৮ জানুয়ারি রাতে ঢাকায় আনা হয়। পরদিন দুপুরে তাকে থানা থেকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল।

এসময় কৌশলে তিনি পালিয়ে যান। এরআগে সকালে তিনি উত্তরা পূর্ব থানার ওসির কক্ষে ছিলেন। সেসময় অভিযোগ উঠেছিল, হত্যা মামলার আসামি সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়।

পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হয়। এ ঘটনায় তাৎক্ষণিক উত্তরা পূর্ব থানার ওসিসহ দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল।

কমিশনার বলেন, একটু সহানুভূতি দেখাতে গিয়েছিল পুলিশ সদস্যরা। হাজতখানায় না ঢুকিয়ে একজন পুলিশ অফিসারের রুমে রাখা হয়েছিল। হাজতে থাকলে হয়তো পালাতে পারতো না।

ডিএমপি সদর দফতরে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ সংগঠনটির অন্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/