• সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

ছাত্রলীগ নেতাকে বাঁচাতে ছাত্রদল নেতার আ’ত্মসমর্পণ পত্র

প্রতিনিধি / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আগষ্ট আন্দোলন শিক্ষার্থীদের উপর হামলা কারী ছাত্রলীগ নেতা ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিয়াম আল নাহিদ এর পক্ষ হয়ে মানবিক কারনে আত্মসমর্পণ আবেদন পত্র জমা দেন ছাত্রদল নেতা মো: তুহিন রানা।

সোমবার (১৩জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.হারুন অর রশীদ বরাবর একটি আবেদন পত্র জমা দেন ছাত্রদলের ওই নেতা। তিনি সিয়াম আল নাহিদের স্বাক্ষর টা তুহিন নিজেই দেন।

জানা যায় যে,সিয়াম আল নাহিদ ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৮/১৯ শিক্ষার্থী। সে এর আগে ২বার রিয়ার্ড খেয়েছে আর একবার রিয়ার্ড খেলে তার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হয়ে যাবে।

কিন্তু জুলাই আগষ্ট আন্দোলনে ছাত্রদের উপর হামলা এবং তার রুম ৩০৫ নাম্বার রুমে দেশীয় অস্ত্রপাতি এবং মাদক সামগ্রী পাওয়া গেছে। সে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের নিয়ম ভঙ্গ করায় ১০৯তম সিন্ডিকেটে তাকেসহ (সিয়াম আল নাহিদ) ৭১ জন কে বিভিন্ন ভাবে সেমিস্টার আকারে বহিস্কারের নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জুলাই আগষ্টের শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগের নেতাকে বাঁচানোর জন্য তার হয়ে (সিয়াম আল নাহিদ) আত্মসমর্পণপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মে তুহিন রানা। এতে সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র বিরোধীতা করেন। তারা কোনো ক্রমেই এটা হতে দিবে না বলে জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেরোবির অন্যতম সমন্বয়ক এস এম আশিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা অস্ত্র,লাঠি নিয়ে মাঠে নেমেছিলো।

তারা কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষী হইতে পারে না।অপরাধী যে কেউ হোক না কেন কোন ছাড় হবে না।বিশ্ববিদ্যালয় প্রশাসন বা অন্য কোন কুচক্রীমহল যদি কোন ভাবে কোন অপরাধীকে বাচানোর চেষ্টা করো তা কোনভাবেই আমরা মেনে নেবো না।

এ বিষয়ে তুহিন রানা বলেন,আমি মানবিক কারনে তার এই আত্মসমর্পণ পত্রটি তার হয়ে জমা দিয়েছি।কারন সে এর আগে দুইবার রিয়ার্ড খেয়েছে আর একবার খেলে তার ছাত্রত্ব শেষ হয়ে যাবে।

এ বিষয়ে ছাত্রদলের আহবায়ক মো আল আমিন ইসলাম বলেন, আমি বিষয় টা আগে জানতাম না,এই মাত্র জানলাম।বিষয় টা যদি সত্য হয় তাহলে আমরা ক্ষতিয়ে দেখব এবংতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।যদি ও (তুহিন রানা) সে রকম সক্রিয় না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.হারুন অর বলেন,অভিযুক্ত ব্যাক্তি আত্মসমর্পণ আবেদন পত্র জমা দিতেই পারে এটা তার অধিকার।আবেদন পত্রটি আবার শৃঙ্খলা বোর্ডে পাঠানো হবে,তার পর শৃঙ্খলা বোর্ড বিবেচনা করে শাস্তি মওকুফ করে তাহলে সেটি সিন্ডিকেটে পাঠানো হবে।সিন্ডিকেটে যেটা সিদ্ধান্ত হবে সেটা আবার রেজিস্ট্রার দপ্তরে পাঠাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/