• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

পটুয়াখালীতে বহিস্কৃত বিএনপি নেতার দাপটে চাষাবাদের ধান পাচ্ছেনা ভুক্তভোগীর

প্রতিনিধি / ৫৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে বহিস্কৃত বিএনপি নেতা দুলাল মাদবর ও ভূমিদস্যু মিলন গাজীর হাত থেকে নিজেদের জমির চাষাবাদের ধান পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (৮ জানুয়ারী) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুর মোহাম্মদ রনি।

এসময় তিনি বলেন, সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বিরাজলা গ্রামে বাবু খা ওয়াকফা এস্ট্রেটের ৪০ একর জমির মোতায়াল্লী ছিলো আমার বাবা শের আলী খাঁ। কিন্তুু বাবা মারা যাওয়ার পর মোতায়াল্লী হই আমি এবং আমার বোন মিসেস ডলি আক্তার।

দীর্ঘদিন আদালত চলার পর হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন। হাইকোর্টের রায় পাওয়ার পরে আমাদের মোট ওয়াকফাকৃত ১০ একর জমির প্রায় ৭৯ শতাংশ জমিতে ধান রোপন করি। পরে গত বছরের ২৯ ডিসেম্বর ওই জমির ধান কেটে আমাদের বাড়িতে এনে রাখা হয়।

কিন্তুু ঐ দিন বিকালে স্থানীয় ভূমিদস্যু মিলন গাজী, খবির হাওলাদার, রফিক তালুকদার, মিলন হাওলাদারসহ ২৫/৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে এসে কেটে আনা ধান জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর হামলার পরিকল্পনা করে। তখন আমাদের জানমালের নিরাপত্তার কথা ভেবে পটুয়াখালী থানায় যোগাযোগ করি।

থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আমাদের ধান স্থানীয় মতলেব দফাদারের বাড়ীতে হেফাজতে রাখেন। একইদিন আমাদের ধান লওয়ার জন্য মাড়াই মেশিন বাড়ির উদ্দেশ্যে আসার পথে দুলাল মাদবর ও তার লোকজন নিয়ে যায়।

৬ দিন পর পুলিশের সহযোগিতায় দুলাল মাদবরের পিএস তসলিম এর বাড়ি থেকে উদ্ধার হয় মাড়াই মেশিন। এদিকে ২৯ ডিসেম্বর সকালে মিলন গাজী তার লোকজন নিয়ে আমাদের জমির উপর দেয়া সাইনবোর্ড উঠিয়ে নিয়ে যান।

পরে মিমাংসার জন্য জেলা আইনজীবী সমিতিতে দুই পক্ষের উকিল নিয়ে বসা হলে উভয়পক্ষের আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা জমির সকল কাগজপত্র দেখে আমাদের (বাবু খা) ওয়াকফা এস্ট্রেটের পক্ষে রায় দেয়।

এসময় আমাদের রোপণ করা ধান আইনজীবীরা আমাদের নিতে বলেন । তবে আইনজীবীদের সেই সিদ্ধান্ত না মেনে বহিষ্কৃত বিএনপি নেতা দুলাল মাদবর ভূমিদস্যু মিলন গাজীদের পক্ষ নিয়ে ধান দু’পক্ষকে অর্ধেক করে নিতে বলে চলে যান।

তাছাড়া ভূমিদস্যু মিলন গাজী ও দুলাল মাতবর তাদের লোকজন দিয়ে আমাদেরকে ধান ও জমি অর্ধেক ভাগ করে নিতে বলে এবং বিভিন্ন সময় আমাদেরকে এলাকা ছাড়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে।

তিনি আরো বলেন, এই জমির জন্যই আমার বাবা দীর্ঘ ৪০ বছর ধরে হামলা, মামলা সহ্য করে আসছিলো। কিন্তুু আমরা যখন হাইকোর্ট থেকে রায় পাই তখন বাবা বেচে নেই।

তাছাড়া আইনজীবীদের শালীসির পরও আমরা আমাদের চাষাবাদের ধান পাচ্ছি না। বর্তমানে ধান নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। তাই আমরা যাতে আমাদের ধান পেতে পারি সেজন্য পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক কমল জানান, দুপক্ষের উকিল নিয়ে কাগজপত্র যাচাই-বাছাই শেষে ধান দেয়ার কথা ছিলো কিন্তুু বিবাদীরা তা মানছে না। তবে খুব তাড়াতাড়ি বিষয়টি নিয়ে বসা হবে এবং যারা ধান চাষাবাদ করেছে তাদের দেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/