মনপুরা (ভোলা) প্রতিনিধি।। ভোলার মনপুরায় নৌকার দাদন পরিশোধকে কেন্দ্র করে এক জেলেকে কুপিয়ে জখম করেছে নৌকার মালিকের ছেলে। এসময় ওই জেলেকে কুপিয়ে ৭০ হাজার টাকা চিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত জেলেকে মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের দিদারবাড়ি কালভার্টের কাছে এই ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় আহত জেলে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ সোলাইমান জুয়েল (২৭)।
এব্যাপারে আহত জেলে সোলাইমান জুয়েল বলেন, “সন্ধ্যা ৭ টার দিকে কোরালিয়া বাজার থেকে আমি বাড়ি যাচ্ছিলাম। এসময় আমি দিদারবাড়ি কালভার্টের কাছে গেলে আমার পূর্বের মাছধরা নৌকার মালিক জাকির মাঝির ছেলে ফরিদ (৩০) তাদের নৌকার পুরনো দাদনের টাকা ফেরত চায় আমার কাছে। আমি তার বাবাকে কিছু টাকা পরিশোধ করেছি।
বাকি টাকা পরবর্তিতে দেবো বললে তারা মানতে রাজি না হয়ে ফরিদ সহ সংঘবদ্ধ চক্র আমার উপর হামলা চালায়। এসময় তারা আমাকে চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। আমার ডাক চিৎকারে একালাবাসি ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায়। এসময় হামলাকারীরা আমার সাথে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।”
এব্যাপারে জুয়েলের পূর্বের নৌকার মালিক জাকির মাঝি জানান, “আমি জুয়েলের কাছে দাদনের টাকা পাই। তবে তার উপর হামলার বাপারে আমি কিছু জানি না।” পরে এলাকাবাসি আহত জুয়েলকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেন। আহত জেলে জুয়েল মনপুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জুয়েলের পরিবার।
এব্যাপারে মনপুরা থানার দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনাটি শুনে আমরা হাসপাতালে গিয়েছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
https://slotbet.online/