• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

বরিশালে শ্রমিকদের কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

প্রতিনিধি / ৮৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। ফলে বরিশালে পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেন।

এসময় শ্রমিকরা সরকারিভাবে ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সব ধরনের যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। তবে কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার ব্যবসায়ীরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশালের নেতা একিন আলী মাস্টার জানান, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিতে হবে।

এছাড়া সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে এই দাবিগুলো মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/