• শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশালে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে দুই যুবক আটক

প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে নাঈম হাওলাদার (২১) ও আল আরাফাত ইয়াছিন (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। এসময় অটোরিকশা উদ্ধার এবং ছিনতাই করা প্রায় ৫০০ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ওসি।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, নাঈম হাওলাদার (২১), বরিশাল জেলার বাকেরগঞ্জের দিয়াতলী গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। এছাড়া আল আরাফাত ইয়াছিন (২০), ঝালকাঠি জেলার নলছিটির শীতলাপাড়া গ্রামের খলিল হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী অটোরিকশা চালক মো. সাফিন (১৭) বলেন, ‘যাত্রীর জন্য নথুল্লাবাদ বাস টার্মিনালে দাঁড়িয়ে ছিলাম। তখন ওই দুই যুবক ১০০ টাকা ভাড়ায় গুঠিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

পথে চন্দ্রপাড়া নামে একটি গ্রামে অটোরিকশা থামিয়ে চাকু দেখিয়ে পকেটে থাকা টাকা ও অটোরিকশা ছিনিয়ে নেয়। এরপর তারা আমার মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে।’

এ ঘটনা আরেক অটোরিকশা চালক দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ও স্থানীয় জনতা ওই যুবকদের ধরে নিয়ে যায়, জানান তিনি। এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, ‘দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে,’ জানান তিনি।

বরিশালে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে নাঈম হাওলাদার (২১) ও আল আরাফাত ইয়াছিন (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। এসময় অটোরিকশা উদ্ধার এবং ছিনতাই করা প্রায় ৫০০ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ওসি।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, নাঈম হাওলাদার (২১), বরিশাল জেলার বাকেরগঞ্জের দিয়াতলী গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। এছাড়া আল আরাফাত ইয়াছিন (২০), ঝালকাঠি জেলার নলছিটির শীতলাপাড়া গ্রামের খলিল হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী অটোরিকশা চালক মো. সাফিন (১৭) বলেন, ‘যাত্রীর জন্য নথুল্লাবাদ বাস টার্মিনালে দাঁড়িয়ে ছিলাম। তখন ওই দুই যুবক ১০০ টাকা ভাড়ায় গুঠিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

পথে চন্দ্রপাড়া নামে একটি গ্রামে অটোরিকশা থামিয়ে চাকু দেখিয়ে পকেটে থাকা টাকা ও অটোরিকশা ছিনিয়ে নেয়। এরপর তারা আমার মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে।’

এ ঘটনা আরেক অটোরিকশা চালক দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ও স্থানীয় জনতা ওই যুবকদের ধরে নিয়ে যায়, জানান তিনি। এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, ‘দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে,’ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/