• শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি

প্রতিনিধি / ৬১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপাচার্য কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয় রেজিস্ট্রার দপ্তরে। স্ব স্ব বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ শেষে আগামী বছরের জানুয়ারি মাসে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ববি শিক্ষার্থীদের সভায় হামলা ও আন্দোলনকারীদের পুলিশে ধরিয়ে দেয়ার ঘটনায় এই ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযোগপত্র বিশ্লেষণ এবং প্রক্টর অফিসের বিশ্বস্ত সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ০৩ ডিসেম্বর রাতে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িতদের বিচারসহ ১৫টি শর্ত দিয়েছিলেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের এই ২১ নেতাকর্মী ববির বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী।

ববিতে ছাত্রলীগের কোন কমিটি না থাকলেও আওয়ামী সরকার পতনের আগে একাধিক গ্রæপে ভাগ হয়ে নেতাকর্মীদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতো। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, আইন বিভাগের অমিত হাসান রক্তিম ও মাহামুদুল হাসান তমাল, গণিত বিভাগের মোবাশ্বের রিদম ও আবিদ হাসান, মার্কেটিং বিভাগের শরীফ, হিসাববিজ্ঞান বিভাগের আবুল খায়ের আরাফাত ও শরিফুল ইসলাম, বাংলা বিভাগের রাকিবুল হাসান ও সাব্বির হোসেন, ভ‚তত্ত¡ ও খনিবিদ্যা বিভাগের আল সামাদ শান্ত ও খালিদ হাসান রুমি, অর্থনীতি বিভাগের সরোয়ার আহমেদ সাইফ, লোকপ্রশাসন বিভাগের প্রসেনজিৎ কুমার, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শওকত হোসেন, ব্যবস্থাপনা বিভাগের ইরাজ রব্বানী।

এছাড়া ব্যবস্থাপনা বিভাগের ফিরোজুল ইসলাম নয়ন ও ইমরান হোসেন নাইম, আইন বিভাগের নাইম উদ্দিন ও শাখাওয়াত হোসেন অনু, হিসাববিজ্ঞান বিভাগের সৈয়দ রুম্মান ইসলাম ও অর্থনীতি বিভাগের মোঃ রাজিব মন্ডল।

ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ‘উপাচার্য দপ্তর থেকে আমাকে চিঠি দিয়ে দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে আগামী সপ্তাহে উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেয়া হবে’।

প্রক্টর ও রেজিস্টার দপ্তর সূত্রের তথ্যানুযায়ী, চলতি বছরের ২৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভায় হামলা করেছে ছাত্রলীগের পরিচয়ধারী বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থী। তারাই পহেলা আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারীদের পুলিশে ধরিয়ে দিয়েছিল।

এসব ঘটনায় ২১ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে আন্দোলনকারী ববি শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে ববির একাধিক শিক্ষক প্রায় একই সুরে বলেন, ছাত্রদের তিনটি পক্ষ অভিযুক্তদের নামের তালিকা জমা দিয়েছে। এগুলো বিচার বিশ্লেষণের কাজ চলমান রয়েছে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/