• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করেন।

জাহাঙ্গির হোসেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দাশপাড়া ইউনিয়ন ৪০-৫০ জন লোক দাশপাড়া ল্যাড়া মুন্সীর ব্রিজের কাছে চেয়ারম্যান এএনএম জাহাঙ্গির হোসেনের অস্থায়ী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন।

এসময় জাহাঙ্গির হোসেন তার বাসভবনে অবস্থান করছিলেন। এসময় তিনি বাউফল থানার পুলিশকে ফোন দিয়ে সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকালীদের গ্রেফতার না করে উল্টো জাহাঙ্গির হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খলিলুর রহমানের দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই তাকে পটুয়াখালী কোর্টে পাঠানো হয়।

চেয়ারম্যান জাহাঙ্গির হোসেনের স্ত্রী অভিযোগ করেন, ৪০-৫০ জন লোক এসে চেয়ারম্যানের অফিসের তিনটি সিসি ক্যামেরা ভাংচুর করে। চেয়ারম্যান মোবাইল ফোনে পুলিশকে খবর দিলে সেনা বাহিনীর সদস্যসহ পুলিশ ঘটনাস্থলে এসে তার সাথে কথা বলে।

এরপর তারা চলে যাওয়ার দুই ঘন্টার পর পুনরায় ওইসব ব্যক্তিরা এসে চেয়ারম্যানের অফিসের তালা ভেঙ্গে ভিতরে ডুকে ৪৫ বস্তা চাল ও জরুরী কাগজপত্র নিয়ে যায়। এরপর অফিসের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র বাহিরে নামিয়ে পুড়িয়ে দেয়।

এসময় একটি ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেয়া হয়। এ ঘটনার প্রায় আধা ঘন্টা পর পুলিশ বাসায় এসে চেয়ারম্যানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বাউফল থানার এসআই হাফিজুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমানের দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, বুধবার দিবাগত রাত দেড়টায় বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোয়েল মোল্লা ওরয়ে তোয়েলকে (৩৬) শহরের গালর্স স্কুল রোডস্থ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

তাকেও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমানের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়েয়ে আদালতে পাঠানোকরা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/