• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুন

প্রতিনিধি / ৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিউমোনিয়া আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বরিশালের হাসপাতালগুলোতে। গত বছরের চেয়ে শিশু মৃত্যু হার ৬ গুন বেশি। দিনে গড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৮১ জন নিউমোনিয়া আক্রান্ত রোগী। হাসপাতালে শয্যার তুলনায় রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের ভিড়। প্রতিদিন গড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৮১ জন নিউমোনিয়া আক্রান্ত শিশু। যাদের বেশির ভাগের বয়স ১ মাস থেকে ৬ বছর।

এবছর নিউমোনিয়া আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৫৭ জন শিশু। এর মধ্যে মারা গেছে ১৩৫ শিশু। গত বছর ৭ হাজার ২৬৬ জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর মারা যায় ২২ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন, ‘নিওমোনিয়ার জন্য দায়ী মানুষের অচেতনতা। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নিজেরাই যে ঔষধ লাগে না তা প্রয়োগ করে। উপরন্তু তারা সিভিয়ারিটিও বোঝে না যে কখন ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে।’

জ্বর-সর্দির সাথে বেড়েছে শিশুদের শ্বাস কষ্টও। অভিভাবকরা জানান, অনেক শিশুই শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের উপ পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, ‘চিকিৎসার জন্য আমাদের পর্যাপ্ত ঔষধ, অ্যান্টিবায়োটিক আমাদের সবই আছে। পাশাপাশি আমাদের ৫টা শিশু আইসিইউ বেডের কাজ চলছে। যদি এগুলো শেষ হয় তাহলে দ্রুত চিকিৎসা আরও ফলপ্রসূ হবে।’

রোগ প্রতিরোধসহ শিশু মৃত্যুর হার শূন্যের কোটায় আনতে কাজ চলছে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ‘চিকিৎসা সেবাকে সমন্বিত রাখা তথা অর্গানাইজ করা।

মৃত্যুহারকে শূন্যের কোটায় নিতে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার বরিশাল স্বাস্থ্য বিভাগ সব পন্থা অবলম্বন করেছে।’ বরিশাল বিভাগের ৬ জেলায় ১ বছরে আরো ২৯ হাজার জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ৪১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/