• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

পটুয়াখালীতে ২ অপহরণকারী গ্রেপ্তার, অপহৃতদের উদ্ধার

প্রতিনিধি / ১০৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপহৃত দুজনকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের বড় চৌরাস্তা এলাকার বাসিন্দা মাহামুদুল হাসান (২৭) এবং টাউন জৈনকাঠীর বাসিন্দা মো. আলী আজিম (৩০)। গ্রেপ্তারের সময় অপহরণের কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মো. আমিরুল ইসলাম (৪৩) ও মো. কুদ্দুস ঢালীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাদের আত্মীয়-স্বজনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃতদের উদ্ধার এবং অপহরণের কাজে ব্যবহৃত মালামাল জব্দ করে ডিবি পুলিশ।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার আরও বলেন, অপহরণের পর মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ না দিলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃতরা।

এ ঘটনায় কাজী মো. সুমন নামের একজন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন। ওসি আরও বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/