• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের মিছিল

প্রতিনিধি / ৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারসহ তিনদফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচীর আয়োজন করেছে স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (৮ ডিসেম্বর) সকালে এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটামও দেয়া হয়।

বিক্ষোভকারী ছাত্রদল নেতা-কর্মীরা তাদের মিছিল ও সমাবেশ থেকে স্থানীয় ছাত্রলীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে “সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরনদী প্রতিষ্ঠাসহ বাসযোগ্য বাংলাদেশ” প্রতিষ্ঠার তিনদফা দাবি জানায়।

এ দাবি বাস্তবায়নে ছাত্রদলের গৌরনদী উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যৌথ উদ্যোগে বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।

মিছিলটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকা প্রদক্ষিন শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি সমাবেশে মিলিত হয়।

বিএনপির অভ্যন্তরীণ একটি সূত্রে জানা গেছে, সারা বাংলাদেশের ন্যায় গত ১৫ বছরে বরিশালের গৌরনদীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের শত শত নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়।

যার প্রধান খলনায়ক ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া ও তার সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসীরা। ৫ আগষ্টের পর গা ঢাকা দিলেও সম্প্রতি সান্টু ভূইয়া তার ভগ্নিপতি প্রভাবশালী এক বিএনপি নেতার ছত্রছায়ায় এলাকায় ফিরে আসে।

এসেই নিজ অনুসাধীদেরকে ভগ্নিপতির দলে ভিড়িয়ে দিয়ে ভগ্নিপতির নেতৃত্বে তাদের দ্বারা এলাকায় সন্ত্রাস, দখলবাজী ও চাঁদাবাজী চালাচ্ছে। তাদের হাতে ইতোমধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অনেক নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছে। এ কারনে ক্ষুব্দ হয়ে উঠেছে স্থানীয় বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

যার বহিপ্রকাশ হিসেবে রবিবার সকালে সান্টু ভূইয়া ও তার অস্ত্রধারী সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভে ফেঁটে পড়ে ছাত্রদলের নেতা-কমীরা। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে স্থানীয় প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়।

তারা গৌরনদীকে মাদকের নরক ভূমিতে পরিণতকারী আওয়ামী সন্ত্রাসীদেকে গ্রেপ্তার এবং ব্যস্ততম বরিশাল-ঢাকা মহাসড়কের জনাকীর্ণ জায়গা থেকে সব বাস কাউন্টারগুলো সরিয়ে নিয়ে সরকারিভাবে স্থায়ী বাস টার্মিনাল করে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/