• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

খেলাধুলার স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের দেয়া হবে সার্টিফিকেট: ববি উপাচার্য

প্রতিনিধি / ৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খেলাধুলায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীদের স্বীকৃতি স্বরূপ শারীরিক শিক্ষা অধিদপ্তর থেকে সার্টিফিকেট দেয়া হবে বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

শহিদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আয়োজকদের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য শহিদ মায়শা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এর আয়োজন করতেও অনুরোধ জানান।

উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, এতো সুন্দর একটি কুয়াশা ডাকা সকালে খুব সুন্দর একটি আয়োজন এই শহিদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। এতো সুন্দর, সুশৃঙ্খল ও চমৎকার আয়োজন আমি আসার পর এখনো একটিও দেখিছি।

এই আয়োজনটি আমাদের মনে করিয়ে দেয় শহিদ আবু সাঈদ আমাদের কতটা জুড়ে রয়েছে। সেই স্মৃতিকে আকড়ে ধরেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর তাই আমাদের সকল শিক্ষার্থীদের এই ধরণের খেলাধুলার আয়োজনে অংশগ্রহণ করতে হবে।

সুস্থ দেহ, সুস্থ মন গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই। তাই আমি সকল শিক্ষার্থীদের আহ্বান করবো, আশার সব শিক্ষার্থীদের যেনো এই রকম খেলাধুলা আয়োজন বেশি বেশি করেন এবং নিজেরাও অংশগ্রহণ করেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চের মাঠে শহিদ আবু সাঈদ স্পোর্টস ক্লাব কর্তৃক এই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত আয়োজনের বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগ থেকে মোট ৪৮ টিম অংশগ্রহণ করেন।

এসময় সকল বিভাগের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আয়োজনটিতে বিজয়ী টিমের জন্য ১ টি খাসি এবং রার্নাসআপ টিমের জন্য ২ টি রাজহাঁসসহ আরো অনেক অনেক পুরষ্কারে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে। এছাড়া পুরো আয়োজনটি তত্ত্বাবধানের দায়িত্বে আছে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন।

এসময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম বলেন, ৫১ একরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ১০০০০ শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে ৫৬ হাজার বর্গ মাইলের নেতৃত্ব দিবে।

শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে আমরা মাদক মুক্ত একটি স্বতন্ত্র ক্যাম্পাস বিনিমাণে বদ্ধপরিকর। এসময় তিনি, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের জন্য শহীদ মায়শা স্মৃতি টুর্নামেন্ট আয়োজন করার আশাও ব্যক্ত করেন।

উক্ত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনসহ বিশেষ অতিথি হিসাবে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. এ.টি.এম রফিকুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. এ.টি.এম রফিকুল ইসলাম, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, আয়োজন কমিটির আহ্বায়ক ইকবাল হাসানসহ বিভিন্ন দলের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/