• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরগুনায় পুলিশের অভিযানে ১৪ চোরাই গরু উদ্ধার

প্রতিনিধি / ৮২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লিটন ঢালী (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার লিটন পটুয়াখালী সদর উপজেলার নন্দিপাড়া গ্রামের সামসু ঢালীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, ছয় নম্বর আমতলী সদর ইউনিয়নের অর্ন্তগত এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে লুৎফর হাওলাদারের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায়।

একদিন পর শনিবার (১ ডিসেম্বর) আঠারগাছিয়া চাউলা বাজার থেকে চোরসহ চুরি হওয়া চারটি গরু উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার লিটনকে জিজ্ঞাসাবাদ করে আমতলী থানা ও পটুয়াখালীর গলাচিপা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে আরও ১০টি চোরাই গরু উদ্ধার করে। উদ্ধার করা ১৪টি চোরাই গরুর বাজার মূল্য অনুমান ১০ লাখ টাকা।

গ্রেপ্তার আসামি আন্তঃজেলা গরু চোর দলের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তার বিরুদ্ধে বরগুনাসহ অন্যান্য জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

গ্রেপ্তার লিটনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোনো ঘটনা না ঘটে, সে পরিপ্রেক্ষিতে আমতলীদ থানা এলাকায় চেকপোস্টসহ টহল নজরদারি অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, বরগুনার সর্বস্তরের জনসাধারণকে আশ্বস্ত করে বলেন যে, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বরগুনা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে যেকোনো অপরাধ নির্মূলে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/