• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার আবু হেনা

প্রতিনিধি / ৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ট্রেজারার হলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল (অবসরপ্রাপ্ত) আবু হেনা মোস্তফা কামাল খান। গত মঙ্গলবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে বলে উল্লেখ করা হয়। আবু হেনা মোস্তফা কামাল খান ১৯৫৯ সালের ৭ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলার পাকমুরিলে জন্মগ্রহণ করেন এবং ঢাকার আজিমপুরে বেড়ে ওঠেন। নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি ফার্স্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার, সাভারের ৯ পদাতিক ডিভিশনে জেনারেল স্টাফ অফিসার এবং বিডিআর (বর্তমান বিজিবি) কমান্ড্যান্ট, সিলেট ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিএসসি এবং এএফডব্লিউসি কোর্স সম্পন্ন করেন।

পেশাগত জীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে মোজাম্বিক এবং আইভরিকোস্টে কাজ করেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালি সফর করেছেন। সেনাবাহিনীতে তিনি ১৯৮০ থেকে ২০০৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং কর্নেল পদে অবসর গ্রহণ করেন।

অবসর গ্রহণের পর তিনি রয়্যাল রোডস ইউনিভার্সিটি, কানাডা থেকে এমবিএ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে গভর্নেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি,কুমিল্লা (বাইউস্ট)-এর রেজিস্ট্রার হিসেবে এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি) -এর রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে তার হাত ধরেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২০২৪ এর প্রথম শহীদ আবু সাঈদ। এছাড়াও উল্লেখযোগ্য যে, জুলাই মাসের ছাত্র আন্দোলনে সর্ব প্রথম মিরপুর ডিওএইচএস-এ বসবাসরত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবার ছাত্র-জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেন; এবং কর্নেল কামাল ও তার স্ত্রী ডা. ফারজানা ইসলাম রূপা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/