• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ভারতের সঙ্গে ভুল-বোঝাবুঝি দূর হবে: বরিশালে উপদেষ্টা সাখাওয়াত

প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘এ দেশের মানুষ ভারতবিরোধী নয়।

আমাদের সঙ্গে যতটুকু ভুল-বোঝাবুঝি আছে, এটা দূর করা হবে। আমরা সব সময় চেষ্টা করি বন্ধুত্ব রক্ষা করার। তবে দুই দেশের মধ্যে সর্ম্পকটা হবে ওয়ান টু ওয়ান।

আজ সোমবার বরিশালে মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নদী, সাগর সব কিছুতে বাংলাদেশ ও ভারতের ভাগাভাগি থাকায় সম্পর্ক ভালো থাকার কথা।’

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার প্রসঙ্গে নৌ উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি যাকে নিয়ে এত হৈচৈ, তার সঙ্গে ইসকনের সম্পর্ক নেই বলে নিজেরাই বলেছে। আমি মনে করি, আমরা সবাই বাংলাদেশি।

এটাই আমাদের পরিচয়। যারা যারা এর সঙ্গে জড়িত, তারা টের পেয়েছে যে তাদের সঙ্গে কেউ নেই। আশা করি, এটা বড় কোনো বিষয় নয়।’ দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে কিছু মানুষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন নৌ উপদেষ্টা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দু-একটি বড় গার্মেন্টস রয়েছে যেখানে মালিক নেই। সে কারণে কিছু অসুবিধা হচ্ছে। অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে। অনেকে প্রচুর ঋণ নিয়েছেন। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পয়সাও শোধ করেননি।

তাদের কী করা হবে, সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। তবে কিছু মানুষ পরিকল্পিতভাবে গার্মেন্টসকে ধ্বংস করার চেষ্টা করছে।’ নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠিত হয়েছে।

নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার। আমাদের এখতিয়ার বলে মনে করি না। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে তারা কখন কিভাবে নির্বাচন দেবে। নতুন নির্বাচন কমিশন হয়েছে, তাদের সংগঠিত হতে দিন। তখন তারাই নিজে থেকে বলবে, তারাই নির্বাচনের রোডম্যাপ দেবেন।’

বরিশাল মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। শিক্ষা সমাপনী কুচকাওয়াজের তৃতীয় ব্যাচের ক্যাডেট কর্তৃক উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনকে সম্মানী সালাম প্রদান করা হয়।

এ বছর একাডেমির তৃতীয় ব্যাচে নটিক্যাল বিভাগে ২৭ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৬ জন ক্যাডেটসহ ৫৩ জন ক্যাডেটের পাসিং আউট হয়।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপরিবহন অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/