মোঃ জসীম উদ্দিন, বাউফল: বাংলাদেশে ইসকন নামের সংগঠন নিষিদ্ধ করার দবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর তাওহীদী ছাত্র জনতা।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সারে ১০ টার দিকে কালাইয়া বন্দর তাওহিদী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। দেশদ্রোহী সম্পদায়ীকতা সৃষ্টিকারী হিন্দুত্ববাদী সন্ত্রসী সংগঠন ইসকন সদস্যরা চট্টগ্রামে ১টি মসজিদে হামলা ও ভাংচুর এবং এডভোকেট মোঃ সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে নিশংসভাবে হত্যা করে এই ইসকন সন্ত্রাসীরা।
এরই প্রতিবাধের ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় বাউফলের কালাইয়া বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে তাওহিদী ছাত্র জনতা। বিক্ষোভ মিছিলটি কালাইয়া ডাকবাংলো থেকে শুরু হয়ে সদর রোড, মার্চেন্ট পট্টি, হাই স্কুল সড়ক সহ বন্দরের ভিবিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে সমাবেশ করেছে কালাইয়া বন্দর তাওহিদী ছাত্র জনতা।
এ সময় সমাবেশ বিভিন্ন বক্তারা বলেন, ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
https://slotbet.online/