• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘুরা ‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’

প্রতিনিধি / ১০৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উপাচার্যর নাম কালো কসটেপ দিয়ে ঢেকে দেওয়া ব্যানার নিয়েই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সেই সঙ্গে ব্যানার অনুযায়ী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের উপস্থিত থাকার কথা থাকলেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, যা নিশ্চিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি।

কিন্তু ব্যানারে উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানীকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, আল্টিমেটাম দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের কার্যালয়ের তালা দিয়ে সিলগালা করার পাশাপাশি শিক্ষার্থীরা তার কক্ষের সামনের নামফলক খুলে ফেলে। আর এর পরপরই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে শিক্ষার্থীরা উপাচার্যের নাম কালো কসটেপ দিয়ে ঢেকে দেয়।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওই আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

জনসংযোগ অফিসের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্পণা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অহেদুজ্জামান, আইন বিভাগের শিক্ষার্থী অহেদুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাহাফুজুল হাসান সজীব, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার, গণিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ সাকিন এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান তমাল।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে তাদের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।

সভাটি সঞ্চালনা করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল হক ফরাজী। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/