• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

পদত্যাগ করার কয়েকঘণ্টার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর

প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পদত্যাগ করার কয়েকঘণ্টার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টরের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে ড. এ.টি.এম রফিকুল ইসলামকে।

তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরআগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত ট্রেজারের যোগদান বাধাগ্রস্ত হওয়ার মাঝেই বুধবার (২৭ নভেম্বর) সকালে প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহত হোসাইন ফয়সাল।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত কর বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহত হোসাইন ফয়সাল ব্যক্তিগত কারণ দেখিয়ে একটি পদত্যাগ পত্র বুধবার কর্মদিবসের প্রথমার্ধে জমা দিয়েছেন।

এরপর কর্তৃপক্ষের নির্দেশে তাকে অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত সহকারী প্রক্টর ড. এ.টি.এম রফিকুল ইসলামকে প্রক্টরের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়।

পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহত হোসাইন ফয়সালকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে তার পদত্যাগপত্রে তিনি সম্প্রতি সময়ে তার পায়ের আঙ্গুলে একটি অস্ত্রোপচার করার বিষয়টি উল্লেখ করেছেন। যদিও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইচ্ছের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে ছিলেন বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/