পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে অভিযোজন পদ্ধতি অবলম্বন করে সবজি চাষ ও সূর্যমুখী ১০ জন চাষীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে এনএসএস পাথরঘাটা উপজেলা কার্যালয়ে প্রত্যেক চাষীর মাঝে আট হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময়ে উপস্হিত ছিলেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোটের পাথরঘাটার সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক সুব্রত মিস্ত্রি, উপজেলা প্রকল্প সমন্বয়ক তাজমেরী জাহান লিখন, সেচ্ছাসেবী সংগঠন প্রত্যায়ের সভাপতি মেহেদী শিকদার, সাংবাদিক বদরুল আহসান সাকিব, দৃষ্টি মানব কল্যান সংস্থার সভাপতি সোহাগ আকন প্রমুখ।
উপকার ভোগিরা বলেন আমরা বেড, মাচা, টাওয়ার, মালচিং, পদ্ধতিতে বিগত দিনে সূর্যমুখী, আদা সহ বিভিন্ন সবজি চাষে সফল হয়েছি। এখন এনএসএস এর সহোযোগিতায় আরো ব্যাপক ভাবে করার চেষ্টা করছি,পাশাপাশি নতুন নতুন করে উদ্দোক্তা তৈরী করার চেষ্টা করছি ।
এ রকম আরো সংবাদ...