• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

এক বছর মেয়াদে সড়ক ও দুই ব্রীজ নির্মাণ কাজ ৪ বছরেও শেষ হয়নি, জনদুর্ভোগ 

প্রতিনিধি / ১৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল।  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ও কলসকাঠি দুই ইউনিয়নের সংযোগ সড়ক ও দুটি ব্রিজের নির্মাণ কাজ এক বছর মেয়াদে শেষ করার কথা থাকলেও ৪ বছর পার হলেও শেষ করেনি ঠিকাদার। ফলে চরম দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি গারুড়িয়া  ইউনিয়নের হীরাধার গ্রাম হয়ে পার্শ্ববর্তী ইউনিয়ন কলসকাঠীর সাথে সংযোগ হয়েছে। এই সড়ক সংস্কার ও দুটি ব্রিজ নির্মাণের জন্য ১ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার টাকার প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
২০২২ সালের ২৮ জুলাই কাজ শুরু করে ২০২৩ সালের ২৭ জুলাই কাজ শেষ করার কথা থাকলেও মেসার্স এম. এম.এস কনট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ওই ঠিকেদারী প্রতিষ্ঠানে কাজটি বাতিল করে দেয় এলজিইডি কর্তৃপক্ষ।
বর্তমানে সড়ক ও দুটি ব্রিজের কাজ অসম্পূর্ণ থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। বর্ষা মৌসুমে কাদামাটিতে সড়কে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সড়কে চার বছর ধরে কোনরকম যানবাহন চলাচল করছে না।
ব্রিজ দুটির সংযোগ সড়ক নির্মাণ না করায় স্থানীয় জনসাধারণ বাঁশের সাঁকো ও কাঠের তৈরি সিঁড়ি বানিয়ে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে। এখন স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন।
এদিকে দীর্ঘসূত্রিতার কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক ও ব্রিজ নির্মাণ কাজ শেষ করে তাদের ভোগান্তি দূর করা হোক। উপজেলা এলজিইডির প্রকৌশলী মো: হাসনাইন আহমেদ বরিশাল টাইমসকে জানান, ঠিকাদার নির্ধারিত সময় কাজ শেষ না করায় কর্তৃপক্ষের মাধ্যমে ঠিকাদারের কাজ বাতিল করা হয়েছে। রিটেন্ডারের মাধ্যমে নতুন ঠিকাদার দিয়ে কাজ সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/