• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

প্রতিনিধি / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//পটুয়াখালীর বাউফল উপজেলায় একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে নবজাতকদের জন্ম দেন তিনি। তাদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, ‘মা ও পাঁচ নবজাতক বর্তমানে সুস্থ আছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল, কিন্তু সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে এটাই সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়।’

লামিয়া আক্তার বাউফলের চাদকাঠী গ্রামের বাসিন্দা। তার পরিবার ও এলাকাবাসী এই ঘটনাকে আনন্দ ও আশ্চর্যের মিশ্র অনুভূতি নিয়ে দেখছেন। স্থানীয়রা একে ‘অলৌকিক’ ঘটনা বলে অভিহিত করেছেন।

খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতালে ব্যাপক ভিড় জমেছে নবজাতকদের একনজর দেখতে। চিকিৎসক ও স্থানীয়দের মতে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সঠিক পর্যবেক্ষণের কারণেই এমন জটিল প্রসব স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/