• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

মঠবা‌ড়িয়ায় এসএস‌সি পরীক্ষায় প্রক্সি দি‌তে এ‌সে দুই শিক্ষার্থীর কারাদণ্ড

প্রতিনিধি / ৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি: পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় উন্মুক্ত বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের অধী‌নে এসএস‌সি পরীক্ষায় প্রক্সি দি‌তে আসায় দুই শিক্ষার্থী‌কে কারাদণ্ড দি‌য়ে‌ছে ভ্রাম‌্যমান আদালত। শনিবার সকা‌লে মঠবা‌ড়িয়া খাস মহল লতীফ ইন‌স্টি‌টিউশ‌নে ভূ‌গোল পরীক্ষায় প্রক্সি দেয়ায় তা‌দের ব‌হিস্কার ও সাজা প্রদান দেন আদালত।

মঠবা‌ড়িয়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আবদুল কাইয়ূম ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে দুই শিক্ষার্থী‌কে এক লাখ টাকা ক‌রে জ‌ড়িমানা অনাদা‌য়ে তিন মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন। দণ্ডপ্রাপ্তরা হ‌লেন পার্শবর্তী উপ‌জেলা ভাণ্ডা‌রিয়ার পশারীবু‌নিয়া গ্রা‌মের আব্দূল বা‌রেক খা‌নের ছে‌লে মোঃ ইয়া‌ছিন (২৪ ) এবং রাজপাশা গ্রা‌মের জা‌হিদ হাসা‌নের ছে‌লে সাদ্দাম হো‌সেন র‌নি (২৫)।

পরীক্ষা কেন্দ্র একা‌ডে‌মিক সুপারভাইজার নজরুল ইসলাম জানান, পার্শবর্তী ভাণ্ডা‌রিয়া থানার ম‌জিদা বেগম মাধ‌্যমিক বা‌লিকা বিদ‌্যালয় ‌শিক্ষার্থী সাদ্দাম হো‌সেন র‌নির ভূ‌গোল পরীক্ষায় অংশ না নি‌য়ে তার স্থা‌নে ‌মোঃ ইয়া‌সিন প্রক্সি দি‌তে আ‌সে। শিক্ষার্থী আই‌ডি কার্ড চ‌্যা‌লেঞ্জ কর‌লে তা‌দের দোষ স্বীকার ক‌রেন। প‌রে মঠবা‌ড়িয়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ভ্রাম‌্যমান আদালতের মাধ‌্যমে দুই শিক্ষার্থী‌কে জ‌ড়িমানা ক‌রেন।

মঠবা‌ড়িয়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আবদুল কাইয়ূম জানান, দুই শিক্ষার্থীই এসএস‌সি পরীক্ষার্থী। র‌নির আজ পরীক্ষা না থাকায় ইয়া‌সি‌নের হ‌য়ে প্রক্তি দি‌তে আ‌সে। আদাল‌তে উভয় তা‌দের দোষ স্বীকার করায় প্রত্যেক‌কে এক লাখ টাকা ক‌রে জ‌ড়িমান করা হয়। অনাদা‌য়ে তিন মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/