 
						নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে নাজিরপুরে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় মো. নুরুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পাতিলাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার পাতিলাখালী গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে এবং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের নেতৃত্ব পুলিশের একটি দল গভীর রাতে সদর ইউনিয়নের পাতিলাখালি গ্রামে আসামির বাড়িতে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ইউপি সদস্য নুরুল ইসলাম বিস্ফোরক মামলার এজারভুক্ত আসামি।
গত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
https://slotbet.online/