• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
হাসপাতালে নেওয়ার পর ফের মারামারি বিএনপি-জামায়াত সমর্থকদের আ.লীগের কর্মী আসায় দুধ দিয়ে ধোয়া হলো বিএনপি অফিস ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’ শোকজের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কাউখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভূমি সেবা বরিশালে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা, দুর্ঘটনার আশঙ্কা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এখন প্রধান কাজ: প্রধান উপদেষ্টা চাঁদাবাজি মামলায় বরিশাল স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ কারাগারে বরিশালে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙতে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার জুলাই শহীদের তালিকা থেকে ৮ শহীদের নাম বাতিল

পিকনিকের বাসে ট্রাকের ধাক্কা, প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

প্রতিনিধি / ৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিকের বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অর্ধশত শিক্ষার্থী যাত্রী প্রাণে বেঁচে গেছেন। তবে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালক নগরীর চন্দ্রিমা থানার বাররাস্তার মোড়ের বাচ্চুর মোড় এলাকার মতি ড্রাইভারের ছেলে।

জানা গেছে, সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকার গোল্ডেন টাচ্ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোর জেলার লালপুরের গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছিল।

পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ সময় ট্রাকের ভেতরে থাকা চালক আহত হয়।

দুর্ঘটনাকবলিত বাসচালক জানায়, ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয়। ভেতরে ট্রাকের চালক আটকে ছিল। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া অন্য বাসে যাত্রীদের পাঠানো হয় পিকনিকে।

কয়েকজন শিক্ষার্থী জানায়, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে উঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।

মতিহার থানা পুলিশের ওসি আবদুল মালেক বলেন, শিক্ষার্থীদের বাসটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাস ও ট্রাক হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক সমাধান হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/