• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

ভারত থেকে রয়্যাল এনফিল্ড মটরসাইকেল পাচার, সিলেটে আটক ২

প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারত থেকে রয়্যাল এনফিল্ড হান্টার মটরসাইকেল পাচারের অভিযোগে সিলেটের জৈন্তাপুর থেকে দুজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা বিশেষ কৌশলে মিনিট্রাকে করে মটরসাইকেলটি বাংলাদেশে পাচার করে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) ও একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।

পুলিশ বলছে, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে চোরাকারবারীরা একটি রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে সিলেটের উদ্দেশ্যে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৩টায় সিলেটের তামাবিল মহাসড়কে অভিযান চালানো হয়।

এর অংশ হিসেবে জৈন্তাপুর মডেল থানা পুলিশ কৌশলে নজরদারি বাড়ায়। এক পর্যায় মিনিট্রাকে করে বিশেষ কৌশলে সীমান্ত থেকে আনা ৩৫০ সিসির মটরসাইকেলটি উদ্ধার করা হয়। এরসঙ্গে দুজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/