• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশালের জার্সিতে ২২ গজ মাতাতে ঢাকায় পা রাখলেন আফ্রিদি-মায়ার্স

প্রতিনিধি / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হতে আর বেশি দেরি নেই। দলগুলো ব্যস্ত সময় পার করছে তাদের প্রস্তুতির শেষ পর্যায়ে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও এর ব্যতিক্রম নয়। ঢাকার পুবেরগাঁওয়ে নিজেদের প্রস্তুতি শিবির শুরু করেছে দলটি। এরই মধ্যে তাদের বিদেশি তারকারাও যোগ দিতে শুরু করেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছেন এবারের বিপিএলের অন্যতম আকর্ষণীয় দুই তারকা পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি এবং ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। তাদের আগমন নিশ্চিত করেছে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ।

এছাড়া, বরিশালের দলে ইতোমধ্যে যোগ দিয়েছেন মোহাম্মদ নবী এবং ফাহিম আশরাফ। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী শনিবার (২৮ ডিসেম্বর) অনুশীলনে ব্যাটিং এবং বোলিং উভয়ই করেছেন।

তবে শাহিন শাহ আফ্রিদিকে পুরো মৌসুমে পাওয়া যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে। অন্যদিকে, পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ এবং ইমরান খান জুনিয়র পুরো বিপিএল জুড়ে খেলার জন্য পিসিবির থেকে অনাপত্তিপত্র পেয়েছেন।

বরিশালের স্কোয়াডে এ বছর পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। দলে রয়েছেন মোট পাঁচজন পাকিস্তানি তারকা। তাদের মধ্যে আলী মোহাম্মদ এবং খান জাহানদাদও রয়েছেন। দলটির পরিকল্পনা অনুযায়ী, তারা প্রায় একই সময়ে দলের সঙ্গে যোগ দেবেন।

ফরচুন বরিশাল তাদের শক্তিশালী স্কোয়াড নিয়ে এবারের বিপিএলে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। শাহিন শাহ আফ্রিদি এবং কাইল মায়ার্সের মতো তারকা ক্রিকেটাররা দলে যোগ দেয়ায় বরিশালের ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে।

ফরচুন বরিশাল
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, শাহিন শাহ আফ্রিদি, নান্দ্রে বার্গার, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/