• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

সেই ভুয়া মেজর আবারও আটক

প্রতিনিধি / ১০০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুষ্টিয়ায় বায়েজীদ আমান নামে এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

এর আগেও সেনা কর্মকর্তার পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করতে গিয়ে আটক হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি, ইউনিফর্ম, ভুয়া ভিজিটিং কার্ড, ওয়াকিটকি, খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

আটক প্রতারক খন্দকার বায়েজীদ আমান (৩৩) নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত খন্দকার এনামুল হকের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গরুর হাট এলাকার আব্দুর রহমানের জামাই।

এর আগেও সেনাবাহিনী ও অন্যান্য সরকারি চাকরিজীবী পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক লোকের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে আটক হয়েছিলেন তিনি।

২০২৩ সালের ২৩ জানুয়ারি দুপুর দেড়টায় কুষ্টিয়া শহরের হানিফ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছিল র‍্যাব। সেসময়ও তিনি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় ও রাজশাহীর বোয়ালিয়া থানায় চাঁদাবাজী ও প্রতারণা মামলা রয়েছে।

ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ভুয়া মেজর সেজে প্রতারণার অভিযোগে আমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর আগেও সে এ ধরনের অপরাধ করতে গিয়ে আটক হয়েছিল। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/