• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

প্রতিনিধি / ২২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। বুধবার (২৭ আগস্ট) আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তারা ছাত্রদলের নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনটিতে যোগ দেন।

এ সময় আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার, সদস্যসচিব মো. ইমরান খানসহ উপজেলা ও কলেজ শাখার ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদলে যোগদানকারী ছাত্র প্রতিনিধিরা হলেন- মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

যোগদান উপলক্ষে ওই ছাত্রনেতারা বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও নীতিনিষ্ঠ ছাত্রসংগঠন। গণতন্ত্র, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় আপসহীন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদল নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/