• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

প্রতিনিধি / ২৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে একটি মাছ ধরার কাঠের বোট থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫-এর একটি দল। এই ইয়াবা চালান পাচারে জড়িত বোটে থাকা ৯ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে এই বিশাল চালানটি জব্দ করা হয়। সন্ধ্যা ৭টা নাগাদ চালানটি কক্সবাজার শহরে ফিশারিঘাটে নিয়ে আসে র‌্যাবের দল। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-১৫-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে আটকদের পরিচয় তাৎক্ষণিক জানানো হয়নি। র‌্যাবের এই কর্মকর্তা জানান, টেকনাফ থেকে এই বিশাল ইয়াবা চালান আসার খবর পায় র‌্যাবের গোয়েন্দা দল। এই তথ্যের ভিত্তিতে সোমবার থেকে এই চালানাবাহী কাঠের বোটটির পিছু নেয় র‌্যাবের গোয়েন্দা দল। এক পর্যায়ে মহেশখালী চ্যানেলে পৌঁছালে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

অভিযানে বোটটি জব্দ করে তল্লাশি করে চারটি কনটেইনার ভর্তি ইয়াবা পায় র‌্যাব সদস্যরা। একই সঙ্গে বোটে জেলে বেশধারী ৯ জনকে আটক করা হয়। আটকের পর বোটটি কক্সবাজার ফিশারিঘাটে নিয়ে আসা হয়। সেখানে এনে কনটেইনার কেটে বিশেষ কায়দায় মজুত ইয়াবাগুলো বের করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে গুনে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

মেজর নাজমুল ইসলাম বলেন, ‘ইয়াবা চালানের সঙ্গে আরও কে বা কারা জড়িত এবং গডফাদার কারা তা বের করতে অনুসন্ধান চলছে। বিস্তারিত র‌্যাবের ১৫-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/