• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল বাস

প্রতিনিধি / ২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) ভোরে গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শামীম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরিত্যক্ত দোকান ভেঙে খালে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে বাসযাত্রীদের উদ্ধার করেন এবং হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/