• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশালে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রতিনিধি / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’’ এই শ্লোগান নিয়ে বরিশালে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ এপ্রিল) বরিশাল জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস আমরা কাজের মাধ্যমে সারাবছর পালন করে থাকি। ২০০০ সাল থেকে জেলা লিগ্যাল এইড কমিটি নিরলসভাবে সুবিধাবঞ্চিত মানুষকে আইনি সহায়তা প্রদান করে আসছে।

তিনি আরও বলেন, সরকারের এ মহতি উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তাদেরকে সচেতন করতে হবে। মানুষ এখনো মামলাকে ব্যয়বহুল ও জটিল মনে করে। মানুষের এ প্রচলিত ধারণা ভেঙে দিতে হবে। দেশের মানুষ যেন আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে নিজেকে অসহায় মনে না করেন। দেশের মানুষকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান, মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, জেলা পিপি আবুল কালাম আজাদ, বার কাউন্সিলের সদস্য এনায়েত হোসেন বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম সাদিকুর রহমান লিঙ্কন ও সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী।

আলোচনা সভা শেষে ‘মরিয়মের বিচার প্রাপ্তি’ শিরোনামে একটি মঞ্চ নাটক উপস্থাপন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে বরিশাল বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আয়োজনেও একটি র‌্যালী বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/